ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমেছে চালের

  • পোস্ট হয়েছে : ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে রাজধানীর বিভিন্ন এলাকা লকডাউনের গুঞ্জনে হঠাৎ বেড়ে যাওয়া চালের দাম কিছুটা কমেছে। সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। চাহিদা কমায় এই দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

দেশে টানা ৬৬ দিন লকডাউন থাকার পর গত ৩১ মে থেকে বেশিরভাগ বিধি-নিষেধ তুলে নেয়া হয়। তবে এরপর প্রতিদিন করোনার সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় করোনার সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করে লাল বা ‘রেড জোন’-কে লকডাউন করার পরিকল্পনা নেয় সরকার।

এর পরিপ্রেক্ষিতে গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢাকার ৪৫ এলাকাকে রেড জান হিসেবে চিহ্নিত করে শিগগির এসব এলাকা লকডাউন করা হবে। এমন গুঞ্জনে হুট করে বেড়ে যায় চালের দাম। তবে রাজাবাজারকে পরীক্ষামূলক লকডাউন করা হলেও রাজধানীর অন্য অঞ্চল এখনো লকডাউন করা হয়নি।

ফলে লকডাউনের গুঞ্জনে কিছু ক্রেতা বাড়তি চাল কেনায় এখন চালের চাহিদা কিছুটা কমেছে। অন্যদিকে বাজারে নতুন চালের সরবরাহ বেড়েছে। সবমিলিয়ে গত দুইদিনে চালের দাম কিছুটা কমেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৫৮ টাকা কেজি। মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা, যা আগে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। আর মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ৩৮ থেকে ৪২ টাকা।

এ প্রসঙ্গে খিলগাঁওয়ের চাল ব্যবসায়ী জানে আলম ভূঁইয়া বলেন, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে চালের দাম বাড়া-কমার মধ্যেই আছে। এখন চাহিদা কমায় ও বাজারে নতুন চালের সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে। এখন বন্যার খবর পাওয়া যাচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হলে চালের দাম বাড়তে পারে।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দাম কমেছে চালের

পোস্ট হয়েছে : ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে রাজধানীর বিভিন্ন এলাকা লকডাউনের গুঞ্জনে হঠাৎ বেড়ে যাওয়া চালের দাম কিছুটা কমেছে। সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। চাহিদা কমায় এই দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

দেশে টানা ৬৬ দিন লকডাউন থাকার পর গত ৩১ মে থেকে বেশিরভাগ বিধি-নিষেধ তুলে নেয়া হয়। তবে এরপর প্রতিদিন করোনার সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় করোনার সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করে লাল বা ‘রেড জোন’-কে লকডাউন করার পরিকল্পনা নেয় সরকার।

এর পরিপ্রেক্ষিতে গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢাকার ৪৫ এলাকাকে রেড জান হিসেবে চিহ্নিত করে শিগগির এসব এলাকা লকডাউন করা হবে। এমন গুঞ্জনে হুট করে বেড়ে যায় চালের দাম। তবে রাজাবাজারকে পরীক্ষামূলক লকডাউন করা হলেও রাজধানীর অন্য অঞ্চল এখনো লকডাউন করা হয়নি।

ফলে লকডাউনের গুঞ্জনে কিছু ক্রেতা বাড়তি চাল কেনায় এখন চালের চাহিদা কিছুটা কমেছে। অন্যদিকে বাজারে নতুন চালের সরবরাহ বেড়েছে। সবমিলিয়ে গত দুইদিনে চালের দাম কিছুটা কমেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৫৮ টাকা কেজি। মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা, যা আগে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। আর মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ৩৮ থেকে ৪২ টাকা।

এ প্রসঙ্গে খিলগাঁওয়ের চাল ব্যবসায়ী জানে আলম ভূঁইয়া বলেন, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে চালের দাম বাড়া-কমার মধ্যেই আছে। এখন চাহিদা কমায় ও বাজারে নতুন চালের সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে। এখন বন্যার খবর পাওয়া যাচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হলে চালের দাম বাড়তে পারে।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: