স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় শিরোপা নির্ধারণী ম্যাচে রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল যখন ফাইনালের দিন গুনছে তখনই ব্রাজিল শিবিরে এলো দুঃসংবাদ। বড়সড় এক ধাক্কাই খেল স্বাগতিক দেশ ব্রাজিল।
দলটির নিয়মিত খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুসকে পুরো কোপা আমেরিকা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই ফাইনালে তাকে ছাড়াই মাঠে নামতে নেইমারদের। চিলির ম্যাচে ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক মারার অপরাধে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। এই ঘটনায় তাকে নিষিদ্ধ করা হয়েছে।
টুর্নামেন্টের আয়োজক সংস্থা কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি এক বিবৃতিতে বলছে, জেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এদিকে গ্যাব্রিয়েল জেসুস পেরুর বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে পারেননি। আরেক ম্যাচ সামনে আছে। ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। সেই ম্যাচে নিজেদের নিয়মিত এই তারকা খেলোয়ড়কে ছাড়াই খেলতে হবে। তাকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।
বিজনেস আওয়ার/০৮ জুলাই, ২০২১/এ