বিনোদন ডেস্ক : রাসেল ভালোবাসে জবাকে। জবার জীবনের একমাত্র স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। আর রাসেলের স্বপ্ন হলো জবার স্বপ্ন পূরণ করা। গল্পের শুরুটা এখানে, তবে শেষটা বড় বিস্ময়ের। রাসেল ও জবা মুখোমুখি হয় কঠিন বাস্তবতার।
এমনই এক গল্প নিয়ে সিএমভি’র ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘স্বপ্নের নায়িকা’। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও পায়েল। রাসেল আজমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘স্বপ্নের নায়িকা’ শিরোনামের বিশেষ নাটকটি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
বিজনেস আওয়ার/০৮ জুলাই, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: