বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগটিতে ১ হাজার ৪৮৭ জনের মৃত্যু হলো করোনায়।
এই সময়ে খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৭ হাজার ৫৩১ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ২৩ জন, বাগেরহাটে ২, যশোরে ৯, নড়াইলে ১, মাগুরায় ১, ঝিনাইদহে ১০, কুষ্টিয়ায় ১৪, চুয়াডাঙ্গায় ৬ এবং মেহেরপুরে ৫ জন মারা গেছেন।
বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: