ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত

  • পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকালে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে।

শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে ভেতরে আবার আগুন বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।

প্রথম দিকে আগুনে পুড়ে তিনজনের মৃত্যুর খবর জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কারখানার আগুন থেকে বাঁচতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন অনেকে। অনেকে ভেতরে আটকা পড়েন।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত

পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকালে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে।

শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে ভেতরে আবার আগুন বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।

প্রথম দিকে আগুনে পুড়ে তিনজনের মৃত্যুর খবর জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কারখানার আগুন থেকে বাঁচতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন অনেকে। অনেকে ভেতরে আটকা পড়েন।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: