ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সরকার

  • পোস্ট হয়েছে : ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • 93

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এ স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) এমন নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতির কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনেক ব্যক্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আগমনী ভিসা নেওয়ার জন্য আবেদন করেন। বিদ্যমান নীতি অনুযায়ী আগমনী ভিসা প্রদান স্থগিত থাকায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিণে আনতে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করা হয়।

বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সরকার

পোস্ট হয়েছে : ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এ স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) এমন নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতির কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনেক ব্যক্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আগমনী ভিসা নেওয়ার জন্য আবেদন করেন। বিদ্যমান নীতি অনুযায়ী আগমনী ভিসা প্রদান স্থগিত থাকায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিণে আনতে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করা হয়।

বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: