ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সন্তানদের খোঁজ রাখেন না জেমস!

  • পোস্ট হয়েছে : ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • 58

বিনোদন ডেস্ক : ভালোবেসে ১৯৯১ সালে চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগরবাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম (জেমস)। ১২ বছর সংসার করার পর ২০০৩ সালে এই সম্পর্কের ইতি টানেন জেমস। তাদের ঘরে রয়েছে ২ সন্তান।

সম্প্রতি গণমাধ্যমে জেমসের প্রথম স্ত্রী রথি দাবি করেছেন, দুই সন্তান আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌসের খোঁজ রাখেন না বাবা জেমস। প্রথমে হঠাৎ হঠাৎ মন চাইলে ফোন করত, এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই–হ্যালো হতো, এখন তো তাও নেই।

রাথির দাবি, ঈদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাত না। অথচ আমি শুনেছি, ও নাকি সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায় সে। যা একেবারেই মিথ্যা। এই করোনায় সন্তানদের একটিবার খোঁজ নেয়নি।

রাথি বলেন, মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাস করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়, এসএমএস দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। এমনকি একটা উইশ পর্যন্ত করেনি। তাহলে বোঝেন কেমন বাবা সে?

উল্লেখ্য, নব্বইয়ের দশকে ‘আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রথির। সেই সম্পর্ক বিয়েতে গড়ায়। তবে বিয়ের পর সিনেমা ‘না’ করার শর্ত জুড়ে দেন জেমস। জেমসের কথা মেনে সিনেমা ছাড়েন রথি।

তবে ২০০২ সালে রথিকে না জনিয়ে জেমস বেনজির সাজ্জাদকে বিয়ে করলে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। সিনেমা ছাড়লেও পরবর্তী সময়ে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন রথি। তবে গেলো ৯ বছর মিডিয়ার সঙ্গে যুক্ত নেই ‘আগমন’, ‘অবুঝ দুটি মন’ সিনেমার সাড়া জাগানো চিত্রনায়িকা রথির।

এদিকে ২০১০ সালের শেষ দিকে সৈয়দ নজরুল ইসলাম বিপু নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন রথি। কিন্তু সেই বিয়েও টেকেনি।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সন্তানদের খোঁজ রাখেন না জেমস!

পোস্ট হয়েছে : ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

বিনোদন ডেস্ক : ভালোবেসে ১৯৯১ সালে চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগরবাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম (জেমস)। ১২ বছর সংসার করার পর ২০০৩ সালে এই সম্পর্কের ইতি টানেন জেমস। তাদের ঘরে রয়েছে ২ সন্তান।

সম্প্রতি গণমাধ্যমে জেমসের প্রথম স্ত্রী রথি দাবি করেছেন, দুই সন্তান আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌসের খোঁজ রাখেন না বাবা জেমস। প্রথমে হঠাৎ হঠাৎ মন চাইলে ফোন করত, এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই–হ্যালো হতো, এখন তো তাও নেই।

রাথির দাবি, ঈদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাত না। অথচ আমি শুনেছি, ও নাকি সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায় সে। যা একেবারেই মিথ্যা। এই করোনায় সন্তানদের একটিবার খোঁজ নেয়নি।

রাথি বলেন, মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাস করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়, এসএমএস দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। এমনকি একটা উইশ পর্যন্ত করেনি। তাহলে বোঝেন কেমন বাবা সে?

উল্লেখ্য, নব্বইয়ের দশকে ‘আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রথির। সেই সম্পর্ক বিয়েতে গড়ায়। তবে বিয়ের পর সিনেমা ‘না’ করার শর্ত জুড়ে দেন জেমস। জেমসের কথা মেনে সিনেমা ছাড়েন রথি।

তবে ২০০২ সালে রথিকে না জনিয়ে জেমস বেনজির সাজ্জাদকে বিয়ে করলে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। সিনেমা ছাড়লেও পরবর্তী সময়ে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন রথি। তবে গেলো ৯ বছর মিডিয়ার সঙ্গে যুক্ত নেই ‘আগমন’, ‘অবুঝ দুটি মন’ সিনেমার সাড়া জাগানো চিত্রনায়িকা রথির।

এদিকে ২০১০ সালের শেষ দিকে সৈয়দ নজরুল ইসলাম বিপু নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন রথি। কিন্তু সেই বিয়েও টেকেনি।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: