বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্লাবের হয়ে রেকর্ড সংখ্যকবার জিতলেও এবার দেশের হয়ে প্রথম গোল্ডেন বুট জিতেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রবিবার (১১ জুলাই) ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেন ডি মারিয়া। ফাইনালে গোল না দিতে পারলেও পুরো আসর জুড়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি।
এবারের কোপায় চার গোলের সঙ্গে পাঁচটি গোলে অ্যাসিস্ট করেন এলএমটেন। এতেই তার হাতে ওঠে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সমান চারটি গোল করেছেন কলম্বিয়ার লুইস দিয়াজ। তবে তার কোনো অ্যাসিস্ট ছিল না। এতেই পিছিয়ে পড়েন মেসি থেকে।
মেসি সর্বোচ্চ দুটি গোল করেন বলিভিয়ার বিপক্ষে। ১টি করে গোল করেন চিলি ও ইকয়েডরের বিপক্ষ। ফাইনাল ও গ্রুপপর্বের তৃতীয় ম্যাচ ছাড়া সব ম্যাচের অ্যাসিস্ট করেছেন।
মেসি এর আগে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান আট বার। আর ইউরোপিয়ান গোল্ডেন বুটও জেতেন রেকর্ড ছয়বার।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২১/কমা