বিজনেস আওয়ার প্রতিবেদক : টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার টেস্ট বিদায়কে সম্মান জানিয়ে হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে গার্ড অফ অনার দিয়েছেন তাঁর সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।
২০২০ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম টেস্ট দলে ফিরেছিলেন তিনি। ফেরার ম্যাচে হারারেতে করেছেন অপরাজিত ১৫০ রান। দলকে বড় স্কোরের পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছিল তাঁর সেই ইনিংস।
৩৫ বছর বয়সী মাহমুদউল্লাহর সিদ্ধান্তে থেমে গেল ১২ বছরের পথচলা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টোনে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর।
এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৫০ তম টেস্ট। ক্যারিয়ারে ৩৩.৪৯ গড়ে তিনি করেছেন ২ হাজার ৯১৪ রান। এ টেস্টের সেঞ্চুরিটি ছিল তাঁর ক্যারিয়ারের ৫ম। বোলিংয়ে এখন পর্যন্ত ৪৩ উইকেটও আছে মাহমুদউল্লাহর।
হারারে টেস্টের তৃতীয় ইনিংস শেষে বাংলাদেশে তাঁর চেয়ে টেস্টে বেশি রান আছে পাঁচজনের- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মুমিনুল হক ও হাবিবুল বাশারের। তাঁর চেয়ে বেশি টেস্টও খেলেছেন পাঁচজন- তামিম, মুশফিক, সাকিব, হাবিবুলের সঙ্গে মোহাম্মদ আশরাফুল।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২১/কমা