ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক তানুর জামিন

  • পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন দিয়েছেন আদালত। রবিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক তানুকে জামিন দেন ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাত আটটার দিকে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক তানভীর হাসানকে গ্রেফতার করে পুলিশ।

তানভীর হাসান দৈনিক ইত্তেফাক, বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেন্ডেন্ট টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের জেলা প্রতিনিধি প্রতিনিধি।

পুলিশ জানায়, গত শুক্রবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ বাদী হয়ে সাংবাদিক তানভীর হাসান, নিউজবাংলা ২৪ ডট কমের প্রতিনিধি রহিম শুভ্র ও বাংলাদেশ প্রতিদিন–এর জেলা প্রতিনিধি আবদুল লতিফের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তানভীরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ৫ জুলাই জাগো নিউজে ঠাকুরগাঁও হাসপাতালের করোনা ইউনিটের খাবারের মান নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে আরও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ বাদী হয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে মামলা করে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাংবাদিক তানুর জামিন

পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন দিয়েছেন আদালত। রবিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক তানুকে জামিন দেন ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাত আটটার দিকে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক তানভীর হাসানকে গ্রেফতার করে পুলিশ।

তানভীর হাসান দৈনিক ইত্তেফাক, বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেন্ডেন্ট টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের জেলা প্রতিনিধি প্রতিনিধি।

পুলিশ জানায়, গত শুক্রবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ বাদী হয়ে সাংবাদিক তানভীর হাসান, নিউজবাংলা ২৪ ডট কমের প্রতিনিধি রহিম শুভ্র ও বাংলাদেশ প্রতিদিন–এর জেলা প্রতিনিধি আবদুল লতিফের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তানভীরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ৫ জুলাই জাগো নিউজে ঠাকুরগাঁও হাসপাতালের করোনা ইউনিটের খাবারের মান নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে আরও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ বাদী হয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে মামলা করে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: