বিজনেস আওয়ার প্রতিবেদক : আগামীকাল সোমবার থেকে দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা শুরু হবে। রোববার (১১ জুলাই) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।
তিনি বলেন, আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। আশা করছি, কাল (সোমবার) থেকে সারাদেশে সিনোফার্ম’র টিকা প্রয়োগ শুরু করতে পারব।আগামী ১৩ জুলাই থেকে মডার্নার টিকার মাধ্যমে সব সিটি করপোরেশন এলাকায় টিকা কার্যক্রম পরিচালিত হবে।
ডা. শামসুল হক বলেন, সিনোফার্মের টিকা সারাদেশের সব জেলা এবং উপজেলায় আগামীকাল থেকে সাধারণ মানুষ নিতে পারবেন। হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২১/এ