স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের এবারের আসরে মোটেও সুবিধা করতে পারেনি পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে। ফাইনাল, সেমিফাইনাল এমনকি কোয়ার্টার ফাইনালে খেলা না হলেওে ইউরোর সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ব্যক্তিগত পারফরম্যান্সে সৌরভ ছড়িয়ে ইউরো ২০২০ শেষে বাজিমাত করেছেন তিনি। জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার গোল্ডেন বুট। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৫ বার জালের ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি। দলের বাকি দুই গোলের একটিতে আবদান তার। জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার গোল্ডেন বুট।
যদিও রোনালদোর সমান ৫টি গোল করেছিলেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকও। ফাইনালে ওঠা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছেন তিনি। কিন্তু ফাইনালে উঠেও ব্যর্থ কেন। গোলের দেখা পাননি। যার ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে কেউই টপকাতে পারেনি রোনলদোকে।
ইউরোর সর্বোচ্চ গোলদাতার তালিকা-
ক্রিশ্চিয়ানো রোনালদোর (পর্তুগাল)- ৫ গোল, এক অ্যাসিস্ট।
প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র)- ৫ গোল।
হ্যারি কেন (ইংল্যান্ড)- ৪ গোল।
রোমেলো লুকাকু (বেলজিয়াম)- ৪ গোল।
করিম বেনজেমা (ফ্রান্স)- ৪ গোল
এমিল ফোর্সবার্গ (সুইডেন)- ৪ গোল, এক অ্যাসিস্ট।
বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২১/এ