বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। সোমবার (১২ জুলাই) রেলমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক্ষেত্রে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না। ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন খালি রেখে ট্রেন চলাচল করবে। ট্রেন চলাচলের বিষয়ে বাকি সিদ্ধান্ত সরকারের প্রজ্ঞাপনের আলোকে দেওয়া হবে।
এদিকে করোনা রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনেষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার (১২ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২১/এ