স্পোর্টস ডেস্ক : করোনার কারণে আগেই পিছিয়ে গিয়েছিল শ্রীলঙ্কায় ভারতের সিরিজটি। বদলে যাওয়া সূচি অনুযায়ী খেলা গড়াবে ১৮ জুলাই থেকে, বিষয়টি জানানো হয়েছিল আগেই। এবার পরিবর্তন এসেছে সীমিত ওভারের ম্যাচগুলোর সময়েও।
নতুন ঘোষণা অনুসারে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো পিছিয়ে গেছে আধঘণ্টা করে, আর টি টোয়েন্টি সিরিজের লড়াইগুলো শুরু হবে এক ঘণ্টা পিছিয়ে। বিষয়টি প্রকাশ পেয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেখানে বলা হয়েছে, ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর তিনটা থেকে। যেখানে আগের সূচি অনুসারে দুপুর আড়াইটায় খেলাগুলো শুরু হওয়ার কথা ছিল। আগের সূচিতে সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুসারে রাত আটটা থেকে শুরু হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টিই।
সিরিজটির জন্য একরকম দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। অধিনায়ক হিসেবে লঙ্কাজয়ে গিয়েছেন শিখর ধাওয়ান। আর কোচ হিসেবে পাঠানো হয়েছে রাহুল দ্রাবিড়কে। সিরিজকে সামনে রেখে করোনা মহামারির সংক্রমণ রুখতে আয়োজনের কমতি নেই আয়োজকদের।
বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২১/এ