আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৭৬ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, আক্রান্তের দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৭৮ হাজার ১৫ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন।
রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২৭ হাজার ৬৪৬ জন। ভারতে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ১০ হাজার ২৫০ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন। পেরুতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।
চিলিতে ২ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন। ইতালিতে ২ লাখ ৪০ হাজার ১৩৬ জন, ইরানে ২ লাখ ২০ হাজার ১৮০ জন ও মেক্সিকোতে ২ লাখ ৮ হাজার ৩৯২ জন, পাকিস্তানে ১ লাখ ৯৮ হাজার ৮৮৩ জন, তুরস্কে ১ লাখ ৯৫ হাজার ৮৮৩ জন।
জার্মানিতে ১ লাখ ৯৪ হাজার ৬৪২ জন, সৌদি আরবে ১ লাখ ৭৮ হাজার ৫০৪ জন, ফ্রান্সে ১ লাখ ৬২ হাজার ৯৩৬ জন, বাংলাদেশে ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১ লাখ ২৪ হাজার ৫৯০ জন, কানাডায় ১, লাখ ০২ হাজার ৮৫৪ জন এবং উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৮৩ জন।
বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২০/এ