ঢাকা , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভিঞ্চের সেঞ্চুরিতে ভর করে জয় পেল ইংলিশরা

  • পোস্ট হয়েছে : ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক : জেমস ভিঞ্চের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি সুবাদে পাকিস্তানকে শেষ ওয়ানডে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে দেশটি।

ম্যাচে জেমস ভিঞ্চে ৯৫ বলে ১০২ রানের নজরকাড়া ইনিংস খেলেন। ষষ্ঠ উইকেট জুটিতে লুইস গ্রেগরির সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন সেখানেই ইংল্যান্ড জয়ের ভিত পেয়ে যায়। গ্রেগরি ৭৭ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অধিনায়ক বাবর আজমের ১৫৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৩১ রান তোলে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তৃতীয় উইকেট জুটিতে ১৭৯ রান জমা করেন। যেখানে ৫৮ বলে ৭৪ রান করেন রিজওয়ান। এছাড়া ইমাম-উল-হকের ব্যাট থেকে আসে ৫৬ রান।

মুগ্ধতা ছড়িয়ে ক্যারিয়ার সেরা ১৫৮ রান করেন বাবর আজম। ১৩৯ বলে ১৪ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। এর আগে ৮২ ইনিংসে তার ক্যারিয়ার সেরা ছিল ১২৫ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার ১৪তম সেঞ্চুরির রানকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

পাকিদের ৩৩১ রানকে তাড়া করতে নেমে ইংল্যান্ড ১২ বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। ভিঞ্চের ৯৫ বলে ১০২ রান ইংল্যান্ডকে অনেকটা লক্ষ্যে পৌঁছে দেয়। এছাড়া ওপেনিংয়ে সল্ট ৩৭, তিনে নেমে জ্যাক ক্রাউলি ৩৯, বেন স্টোকস ৩২ রান করেন। শেষ দিকে লুইস গ্রেগরি ৭৭ রান করেন ৬ চার ও ৩ ছক্কায়। তাকে ফিরিয়ে পাকিস্তান ম্যাচ জমিয়ে তুললেও শেষ হাসিটা হাসতে পারেনি।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভিঞ্চ। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা সাকিব মাহমুদ।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভিঞ্চের সেঞ্চুরিতে ভর করে জয় পেল ইংলিশরা

পোস্ট হয়েছে : ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : জেমস ভিঞ্চের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি সুবাদে পাকিস্তানকে শেষ ওয়ানডে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে দেশটি।

ম্যাচে জেমস ভিঞ্চে ৯৫ বলে ১০২ রানের নজরকাড়া ইনিংস খেলেন। ষষ্ঠ উইকেট জুটিতে লুইস গ্রেগরির সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন সেখানেই ইংল্যান্ড জয়ের ভিত পেয়ে যায়। গ্রেগরি ৭৭ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অধিনায়ক বাবর আজমের ১৫৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৩১ রান তোলে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তৃতীয় উইকেট জুটিতে ১৭৯ রান জমা করেন। যেখানে ৫৮ বলে ৭৪ রান করেন রিজওয়ান। এছাড়া ইমাম-উল-হকের ব্যাট থেকে আসে ৫৬ রান।

মুগ্ধতা ছড়িয়ে ক্যারিয়ার সেরা ১৫৮ রান করেন বাবর আজম। ১৩৯ বলে ১৪ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। এর আগে ৮২ ইনিংসে তার ক্যারিয়ার সেরা ছিল ১২৫ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার ১৪তম সেঞ্চুরির রানকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

পাকিদের ৩৩১ রানকে তাড়া করতে নেমে ইংল্যান্ড ১২ বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। ভিঞ্চের ৯৫ বলে ১০২ রান ইংল্যান্ডকে অনেকটা লক্ষ্যে পৌঁছে দেয়। এছাড়া ওপেনিংয়ে সল্ট ৩৭, তিনে নেমে জ্যাক ক্রাউলি ৩৯, বেন স্টোকস ৩২ রান করেন। শেষ দিকে লুইস গ্রেগরি ৭৭ রান করেন ৬ চার ও ৩ ছক্কায়। তাকে ফিরিয়ে পাকিস্তান ম্যাচ জমিয়ে তুললেও শেষ হাসিটা হাসতে পারেনি।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভিঞ্চ। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা সাকিব মাহমুদ।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: