ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোর সেরা একাদশে জায়গা পাননি রোনালদো

  • পোস্ট হয়েছে : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • 37

স্পোর্টস ডেস্ক : ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আলো ছড়ানো খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ গঠন করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। কিন্তু সেই একাদশে যায়গা পাননি আসরের গোল্ডেন বুটজয়ী ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানো রোনালদো।

আসরে পর্তুগালের হয়ে গ্রুপপর্বে তিন ম্যাচে ৫ গোল ও ১ অ্যাসিস্ট করেও সেরা একাদশে জায়গা পাননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। মূলত, রোনালদোর পর্তুগাল আসরের শেষ ষোলোর বাধা পেরুতে না পারার কারণে কপাল পুড়েছে জুভেন্টাস ফরোয়ার্ডের।

সেরা একাদশে চ্যাম্পিয়ন ইতালির রয়েছেন পাঁচজন, রানার্স-আপ ইংল্যান্ডের তিনজন। এছাড়া ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম দল থেকে আছেন একজন করে।

ইউরোর সেরা একাদশ:

জিয়ানলুইজি দোনারুমা (ইতালি), কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুইরি (ইংল্যান্ড), লিওনার্দো স্পিনাজ্জোলা (ইতালি), জর্জিনহো (ইতালি), পিয়ের-এমিল হয়বিয়ার (ডেনমার্ক), পেদ্রি (স্পেন), ফেদেরিক চিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রহিম স্টার্লিং (ইংল্যান্ড)।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউরোর সেরা একাদশে জায়গা পাননি রোনালদো

পোস্ট হয়েছে : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আলো ছড়ানো খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ গঠন করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। কিন্তু সেই একাদশে যায়গা পাননি আসরের গোল্ডেন বুটজয়ী ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানো রোনালদো।

আসরে পর্তুগালের হয়ে গ্রুপপর্বে তিন ম্যাচে ৫ গোল ও ১ অ্যাসিস্ট করেও সেরা একাদশে জায়গা পাননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। মূলত, রোনালদোর পর্তুগাল আসরের শেষ ষোলোর বাধা পেরুতে না পারার কারণে কপাল পুড়েছে জুভেন্টাস ফরোয়ার্ডের।

সেরা একাদশে চ্যাম্পিয়ন ইতালির রয়েছেন পাঁচজন, রানার্স-আপ ইংল্যান্ডের তিনজন। এছাড়া ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম দল থেকে আছেন একজন করে।

ইউরোর সেরা একাদশ:

জিয়ানলুইজি দোনারুমা (ইতালি), কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুইরি (ইংল্যান্ড), লিওনার্দো স্পিনাজ্জোলা (ইতালি), জর্জিনহো (ইতালি), পিয়ের-এমিল হয়বিয়ার (ডেনমার্ক), পেদ্রি (স্পেন), ফেদেরিক চিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রহিম স্টার্লিং (ইংল্যান্ড)।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: