ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাল ঢাকা ছাড়বেন রুবেল-শামীম

  • পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • 76

স্পোর্টস ডেস্ক : সতীর্থরা অনেক আগেই জিম্বাবুয়ে পৌঁছলেও ভিসা জটিলতায় আটকে ছিল রুবেল হোসেন ও শামীম পাটোয়ারী। অবশেষে ভিসা সমস্যার সমাধান হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, ভিসা জটিলতার কারণে রুবেল আর শামীম দলের সঙ্গে যেতে পারেননি। গতকাল (মঙ্গলবার) তারা ভিসা পেয়েছেন। আজ রাতে জিম্বাবুয়ের কোনও ফ্লাইট নেই। আগামীকাল রওয়ানা করবেন তারা।

জানা গেছে, ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেপে ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার। ভিসা নামক সোনার হরিণ হাতে পেলেও রুবেলের জন্য খুব বেশি স্বস্তি নেই। বৃহস্পতিবার রওয়ানা করে শুক্রবার হারারে পৌঁছাবেন তিনি। সেদিনই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

এরপর করোনাভাইরাস টেস্ট করিয়ে ফলের জন্য অপেক্ষায় কাটবে আরও একদিন। অনুশীলন ছাড়াই ১৮ জুলাই অর্থাৎ রোববারের দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চয়ই তাকে ঝুঁকি নিয়ে খেলাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

শামীম অবশ্য ওয়ানডে স্কোয়াডে নেই। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি আগামী ২৩ জুলাই। পরের দুটি ২৫ ও ২৭ জুলাই।

এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন ধাপে জিম্বাবুয়ে গেছে টাইগাররা। শুরুতে দেশ ছেড়েছিল টেস্ট স্কোয়াড। এরপর গত ৮ জুলাই ঢাকা ত্যাগ করেন ওয়ানডে দলের সদস্যরা, যারা টেস্ট দলের বাইরে ডাক পেয়েছিলেন। পরেরদিন অর্থাৎ ৯ জুলাই দেশ ছাড়ে টি-টোয়েন্টি স্কোয়াড।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাল ঢাকা ছাড়বেন রুবেল-শামীম

পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : সতীর্থরা অনেক আগেই জিম্বাবুয়ে পৌঁছলেও ভিসা জটিলতায় আটকে ছিল রুবেল হোসেন ও শামীম পাটোয়ারী। অবশেষে ভিসা সমস্যার সমাধান হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, ভিসা জটিলতার কারণে রুবেল আর শামীম দলের সঙ্গে যেতে পারেননি। গতকাল (মঙ্গলবার) তারা ভিসা পেয়েছেন। আজ রাতে জিম্বাবুয়ের কোনও ফ্লাইট নেই। আগামীকাল রওয়ানা করবেন তারা।

জানা গেছে, ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেপে ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার। ভিসা নামক সোনার হরিণ হাতে পেলেও রুবেলের জন্য খুব বেশি স্বস্তি নেই। বৃহস্পতিবার রওয়ানা করে শুক্রবার হারারে পৌঁছাবেন তিনি। সেদিনই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

এরপর করোনাভাইরাস টেস্ট করিয়ে ফলের জন্য অপেক্ষায় কাটবে আরও একদিন। অনুশীলন ছাড়াই ১৮ জুলাই অর্থাৎ রোববারের দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চয়ই তাকে ঝুঁকি নিয়ে খেলাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

শামীম অবশ্য ওয়ানডে স্কোয়াডে নেই। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি আগামী ২৩ জুলাই। পরের দুটি ২৫ ও ২৭ জুলাই।

এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন ধাপে জিম্বাবুয়ে গেছে টাইগাররা। শুরুতে দেশ ছেড়েছিল টেস্ট স্কোয়াড। এরপর গত ৮ জুলাই ঢাকা ত্যাগ করেন ওয়ানডে দলের সদস্যরা, যারা টেস্ট দলের বাইরে ডাক পেয়েছিলেন। পরেরদিন অর্থাৎ ৯ জুলাই দেশ ছাড়ে টি-টোয়েন্টি স্কোয়াড।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: