ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বান্নাহ’র দশ নাটক

  • পোস্ট হয়েছে : ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • 30

বিনোদন ডেস্ক : সারা বছরের মতো ঈদেও ব্যস্ত থাকেন ছোট পর্দার সফল নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এবারের ঈদে দশটি নাটক নিয়ে আসছেন তিনি। এগুলো হলো- ‘মায়ের ডাক’, ‘নিকষিত’, ‘কালাই’, ‘সুইপার ম্যান’, ‘ম্যাড ম্যান’, ‘দ্য টিচার’, ‘আমাদের বিয়ে’, ‘হোম পলিটিক্স’, ‘ফাতরা’ ও ‘দ্য হাইজ্যাকার’।

এর মধ্যে ‘মায়ের ডাক’ ও ‘দ্য টিচার’ নাটক দুটি নিয়ে দর্শকদের মধ্যে এখনই আগ্রহ তৈরি হয়েছে। কিছু দিন আগে ‘দ্য টিচার’ নাটকটির ট্রেলার প্রকাশ করেন বান্নাহ। কেবল তার অ্যাকাউন্ট থেকেই সেটা দেখেছে ৬ লাখের বেশি দর্শক। অবশ্য ‘দ্য টিচার’ নিয়ে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে বান্নাহ বলেন, কিছু নেগেটিভ কমেন্ট সবখানেই থাকে। তবে আমার প্রশ্ন হলো, ট্রেলার দেখেই তারা কিভাবে সমালোচনা করে? আগে নাটকটা প্রচার হোক, তারা পুরোপুরি দেখুক, এরপর বলুক কোন দিকটা খারাপ লেগেছে। তখন সেটা মেনে নেব আমি। কিন্তু আমি তো দেখি নিন্দার চেয়ে ভালোবাসাই বেশি।

দ্য টিচার নাটক প্রসঙ্গে বান্নাহ বলেন, রাফসানকে নিয়ে অনেক আগে থেকেই কাজ করব ভাবছিলাম। তার সঙ্গে আলাপও হয়েছে বেশ কয়েকবার। অবশেষে কাজটা হলো। আসলে এই নাটকের চরিত্রের জন্য তাকে উপযুক্ত মনে হয়েছে বিধায় নিয়েছি।

‘মায়ের ডাক’ নাটকে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, তাহসান, তৌসিফ মাহবুব, জাকিয়া বারী মম, জোভান, তাসনিয়া ফারিণ ও শাহেদ আলী।

তারকাবহুল নাটকটি সম্পর্কে বান্নাহ বলেন, এটা একটা পারিবারিক গল্পের নাটক। চমৎকার একটি বার্তা রয়েছে শেষ অংশে। তবে এখনই সেটার ইঙ্গিত দিতে চাই না। দর্শকরা নাটকটা দেখেই উপলব্ধি করবেন।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদে বান্নাহ’র দশ নাটক

পোস্ট হয়েছে : ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : সারা বছরের মতো ঈদেও ব্যস্ত থাকেন ছোট পর্দার সফল নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এবারের ঈদে দশটি নাটক নিয়ে আসছেন তিনি। এগুলো হলো- ‘মায়ের ডাক’, ‘নিকষিত’, ‘কালাই’, ‘সুইপার ম্যান’, ‘ম্যাড ম্যান’, ‘দ্য টিচার’, ‘আমাদের বিয়ে’, ‘হোম পলিটিক্স’, ‘ফাতরা’ ও ‘দ্য হাইজ্যাকার’।

এর মধ্যে ‘মায়ের ডাক’ ও ‘দ্য টিচার’ নাটক দুটি নিয়ে দর্শকদের মধ্যে এখনই আগ্রহ তৈরি হয়েছে। কিছু দিন আগে ‘দ্য টিচার’ নাটকটির ট্রেলার প্রকাশ করেন বান্নাহ। কেবল তার অ্যাকাউন্ট থেকেই সেটা দেখেছে ৬ লাখের বেশি দর্শক। অবশ্য ‘দ্য টিচার’ নিয়ে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে বান্নাহ বলেন, কিছু নেগেটিভ কমেন্ট সবখানেই থাকে। তবে আমার প্রশ্ন হলো, ট্রেলার দেখেই তারা কিভাবে সমালোচনা করে? আগে নাটকটা প্রচার হোক, তারা পুরোপুরি দেখুক, এরপর বলুক কোন দিকটা খারাপ লেগেছে। তখন সেটা মেনে নেব আমি। কিন্তু আমি তো দেখি নিন্দার চেয়ে ভালোবাসাই বেশি।

দ্য টিচার নাটক প্রসঙ্গে বান্নাহ বলেন, রাফসানকে নিয়ে অনেক আগে থেকেই কাজ করব ভাবছিলাম। তার সঙ্গে আলাপও হয়েছে বেশ কয়েকবার। অবশেষে কাজটা হলো। আসলে এই নাটকের চরিত্রের জন্য তাকে উপযুক্ত মনে হয়েছে বিধায় নিয়েছি।

‘মায়ের ডাক’ নাটকে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, তাহসান, তৌসিফ মাহবুব, জাকিয়া বারী মম, জোভান, তাসনিয়া ফারিণ ও শাহেদ আলী।

তারকাবহুল নাটকটি সম্পর্কে বান্নাহ বলেন, এটা একটা পারিবারিক গল্পের নাটক। চমৎকার একটি বার্তা রয়েছে শেষ অংশে। তবে এখনই সেটার ইঙ্গিত দিতে চাই না। দর্শকরা নাটকটা দেখেই উপলব্ধি করবেন।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: