ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাপ বাড়ছে শিমুলিয়া ঘাটে

  • পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • 36

বিজনেস আওয়ার প্রতিবেদক : লকডাউন শিথিলের প্রথম দিন ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। এতে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে।

শিমুলিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে যাত্রা করে ২১ জেলার মানুষ। বুধবার রাত থেকেই এ ঘাটে চাপ বাড়তে থাকে। আজ সকালে ঘাটে হঠাৎ যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়।

দেখা যায়, ফেরিঘাটের প্রতিটি সংযোগ সড়কেই যানবাহনের জটলা। পার্কিং ইয়ার্ড ও নৌপুলিশ মাঠেও যানবাহনের জটলা। লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রী পারাপারে সরগরম। ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত গাড়ি, পরিবহন ও মালবাহী ট্রাক।

শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ সকাল ১০টার দিকে বলেন, কঠোর বিধিনিষেধ শেষ হয়েছে। সামনে ঈদ। গতকাল রাত থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে। ঘাটে ছোট-বড় সব মিলিয়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ছোট-বড় ১১টি ফেরিতে যাত্রী ও যানবাহন পার হচ্ছে। চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চাপ বাড়ছে শিমুলিয়া ঘাটে

পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : লকডাউন শিথিলের প্রথম দিন ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। এতে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে।

শিমুলিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে যাত্রা করে ২১ জেলার মানুষ। বুধবার রাত থেকেই এ ঘাটে চাপ বাড়তে থাকে। আজ সকালে ঘাটে হঠাৎ যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়।

দেখা যায়, ফেরিঘাটের প্রতিটি সংযোগ সড়কেই যানবাহনের জটলা। পার্কিং ইয়ার্ড ও নৌপুলিশ মাঠেও যানবাহনের জটলা। লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রী পারাপারে সরগরম। ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত গাড়ি, পরিবহন ও মালবাহী ট্রাক।

শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ সকাল ১০টার দিকে বলেন, কঠোর বিধিনিষেধ শেষ হয়েছে। সামনে ঈদ। গতকাল রাত থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে। ঘাটে ছোট-বড় সব মিলিয়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ছোট-বড় ১১টি ফেরিতে যাত্রী ও যানবাহন পার হচ্ছে। চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: