ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে দোস্ত এইড: জাহাঙ্গীর চৌধুরী

  • পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জীবননগর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।

দোস্ত এইডের নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম‍্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ মুছা, জীবননগর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, জীবননগর সাংবাদিক সমতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বিজনেস আওয়ার টুয়েন্টিফোরডটকম পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাঃ আসিম সাঈদ, মাই টিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, জীবননগর দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন আহম্মেদ। এছাড়া সংবাদকর্মীসহ দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, দোস্ত এইড নিয়মিতভাবে যেভাবে দরিদ্র ও অসহায়দের উন্নয়নে কাজ করে যাচ্ছে যা আসলেই প্রশংসার দাবিদার। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে এসে এসব সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি। যা দেখে আমি নিজেও পরিতৃপ্ত। জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিভিন্ন জেলায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, সচেতনতা, স্বেচ্ছাসেবক তৈরি, বৃত্তি প্রদান, অর্থ সহায়তা, খাদ‍্য সহায়তা, ট্রেনিংসহ বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর ধরাবাহিকতায় আমরা শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, আমাদের পাশের ঝিনাইদহ, মেহেরপুর, যশোর ও কুষ্টিয়াতে ব‍্যাপকভাবে দাতব‍্য কর্মসূচি বাস্তবায়ন করবো।

এদিকে, হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রক্কালে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম‍্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন বলেছেন, দারিদ্র্যমুক্ত স্বনির্ভর উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দোস্ত এইড তাদের ক্ষুদ্র সামর্থ দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে দোস্ত এইডের কর্মসূচিগুলো আরো বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

হুইলচেয়ার পেয়ে উপস্থিত ৫০ জন প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি তারা তাদের কৃতজ্ঞতা জানান।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সরকারের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে দোস্ত এইড: জাহাঙ্গীর চৌধুরী

পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জীবননগর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।

দোস্ত এইডের নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম‍্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ মুছা, জীবননগর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, জীবননগর সাংবাদিক সমতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বিজনেস আওয়ার টুয়েন্টিফোরডটকম পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাঃ আসিম সাঈদ, মাই টিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, জীবননগর দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন আহম্মেদ। এছাড়া সংবাদকর্মীসহ দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, দোস্ত এইড নিয়মিতভাবে যেভাবে দরিদ্র ও অসহায়দের উন্নয়নে কাজ করে যাচ্ছে যা আসলেই প্রশংসার দাবিদার। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে এসে এসব সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি। যা দেখে আমি নিজেও পরিতৃপ্ত। জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিভিন্ন জেলায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, সচেতনতা, স্বেচ্ছাসেবক তৈরি, বৃত্তি প্রদান, অর্থ সহায়তা, খাদ‍্য সহায়তা, ট্রেনিংসহ বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর ধরাবাহিকতায় আমরা শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, আমাদের পাশের ঝিনাইদহ, মেহেরপুর, যশোর ও কুষ্টিয়াতে ব‍্যাপকভাবে দাতব‍্য কর্মসূচি বাস্তবায়ন করবো।

এদিকে, হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রক্কালে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম‍্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন বলেছেন, দারিদ্র্যমুক্ত স্বনির্ভর উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দোস্ত এইড তাদের ক্ষুদ্র সামর্থ দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে দোস্ত এইডের কর্মসূচিগুলো আরো বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

হুইলচেয়ার পেয়ে উপস্থিত ৫০ জন প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি তারা তাদের কৃতজ্ঞতা জানান।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: