স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট চলাকালে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থরাও জানাচ্ছেন বিদায়ী শুভেচ্ছা। তবে বিদায় নিয়েই সুখবর পেলেন তিনি। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন মাহমুদউল্লাহ।
হারারে টেস্টে তার ব্যাট থেকে এসেছে ১৫০ রানের অপরাজিত ইনিংস। তার পথ ধরেই বাংলাদেশ পায় ২২০ রানের অনায়াস জয়। রিয়াদ নিজেও হয়েছেন ম্যাচসেরা। অবশ্য টেস্টের তৃতীয় দিনেই অবসরের কথাটা জানিয়ে দেন তিনি। এরপর বিসিবি অনেক চেষ্টা করলেও সিদ্ধান্ত পাল্টাতে পারেনি তার।
১৬ মাস পর টেস্টে ফিরে শতক তুলে এই ফরম্যাটকে গুডবাই বললেন। টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে পেয়েছেন নিজের সর্বোচ্চ রানের ইনিংস। তার পথ ধরে উন্নতি হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। সবশেষ প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ এখন ৪৪ নম্বরে।
বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২১/এ