1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ঈদে সিএমভির ব্যানারে ১৭ নাটক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন

ঈদে সিএমভির ব্যানারে ১৭ নাটক

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
print sharing button

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি ১৭টি বিশেষ ফিকশনের কাজ গুছিয়ে ফেলেছে। অপূর্ব, মেহজাবীন, আফরান নিশো, তানজিন তিশা, জোভান, সাবিলা নূর, তৌসিফ, সাফা কবির, ফারহান, কেয়া পায়েলসহ শীর্ষ তারকাদের সবাই আছে সিএমভি’র ঈদ আয়োজনে।

এরমধ্যে সবচেয়ে বেশি ১২টি নাটকে অভিনয় করেছেন এই সময়ের দুই টিভি সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। তারা দু’জনেই এবার হাজির হয়েছেন বৈচিত্র্যপূর্ণ একাধিক চরিত্রে।

এ প্রসঙ্গে সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, গত কয়েক বছর আমরা চেষ্টা করেছি সমৃদ্ধ আয়োজন করার। এই লক্ষ্যেই কাজ করেছি। চেষ্টা করেছি তারকা কাস্টিংয়ের সঙ্গে গল্প ও নির্মাতার মধ্যে ভারসাম্য রক্ষা রাখতে। আমার বিশ্বাস, দর্শকরা ঈদের সাতদিন আমাদের সঙ্গেই থাকবেন।

পান্তাভাতে ঘি : পরিচালনা বিইউ শুভ। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা।

ঘটনা সত্য : পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য মাইনুল শানু। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

আগডুম বাগডুম : পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
স্বপ্নের নায়িকা : পরিচালনা রাফাত মজুমদার রিংকু। চিত্রনাট্য রাসেল আজম। অভিনয়ে তৌসিফ ও পায়েল।
মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড : পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।

যদি কোনোদিন : পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।

সদা সত্য কথা বলিবো : পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।

হ্যালো শুনছেন? : পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা।

চুমকি চলেছে… : পরিচালনা মহিদুল মহিম। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে মেহজাবীন ও খায়রুল বাশার।

শনির দশা : পরিচালনা মহিদুল মহিম। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।

রঙিলা ফানুস : পরিচালনা শিহাব শাহীন। চিত্রনাট্য জান্নাতুল ফেরদৌস লাবণ্য। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।

বিয়ে বিড়ম্বনা : পরিচালনা শিহাব শাহীন। চিত্রনাট্য ফেরদৌস লাবণ্য। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
ব্যাংকার গার্লফ্রেন্ড : পরিচালনা রাফাত মজুমদার রিংকু। চিত্রনাট্য মিজানুর রহমান। অভিনয়ে জোভান ও তানজিন তিশা।

একমুঠো প্রেম : পরিচালনা জাকারিয়া সৌখিন। চিত্রনাট্য ফাহিম হাসান। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা।

ওয়ান সাইডেড লাভ : পরিচালনা মাহমুদ মহিম। চিত্রনাট্য মহিম ও ইশতিয়াক। অভিনয়ে জোভান ও পায়েল।

ভালোবাসার বটিকাবাব : পরিচালনা মাহমুদুর রহমান হিমি। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।

চিলেকোঠার ভালোবাসা : নির্মাতা রাকেশ বসু। চিত্রনাট্য আফরিন জামান লীনা। অভিনয়ে ঋশি কৌশিক (ভারত) ও সাফা কবির।

নাটকগুলো ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ