স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেট শিকার করে এবার ছাড়িয়েই গেলেন তাকে।
বাংলাদেশের জার্সি গায়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের তালিকায় মাশরাফিকে সাকিব ছুঁয়ে ফেলেছিলেন সেই শ্রীলঙ্কা সিরিজে। দ্বিতীয় ম্যাচে দুই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাতে তার ওয়ানডে উইকেটসংখ্যা দাঁড়িয়েছিল ২৬৯টিতে। আজ টেলরকে ফিরিয়েই সে রেকর্ডটা একান্ত নিজের করে নিয়েছেন সাকিব।
২৭০ উইকেট নিয়ে শীর্ষে উঠে গেলেন তিনি। এই মাইলফলক ছুঁতে অবশ্য মাশরাফির চেয়ে কম ইনিংসে বল করতে হয়েছে সাকিবকে। তিনি হাত ঘুরিয়েছেন ২১০ ইনিংস। মাশরাফির লেগেছে ২২০ ইনিংস।
বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: