বিজনেস আওয়ার প্রতিবেদক: ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, তার দেশে করোনাভাইরাসের টিকার যোগান বাড়লে বাংলাদেশও সরবরাহ পাবে।
রবিবার (১৮ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের কেনা টিকার পরবর্তী চালান কবে আসবে এমন প্রশ্নের উত্তরে দোরাইস্বামী বলেন, “টিকা সরবরাহের অবস্থা কী- সেটি জানার জন্যই ভারতে যাচ্ছি। যদি ভারতে যোগান বেড়ে থাকে- তাহলে বাংলাদেশে পাঠানোর আশা কতটুকু- আমি গিয়ে সেটি জানতে পারব। চেষ্টা থাকবে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার। যদি টিকার যোগান বাড়ে, তাহলেই এটি সম্ভব হবে।”
ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজ কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান পাওয়ার পর ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান শুরু হয়।
কিন্তু দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে সঙ্কটে পড়ে বাংলাদেশ। পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজে কোভিশিল্ড নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি।
বিজনেস আওয়ার/১৮ জুলাই, ২০২১/কমা