স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও সাইফুদ্দিনের ব্যাটে চড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। এদিন আগে ব্যাট করে ২৪০ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৩ ইউকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এদিন জিম্বাবুয়ের হয়ে ইনিংস শুরু করতে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার টিনাশে কামুনহুকামউই। তাসকিনের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করে। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিও ইনিংস বড় করতে পারেননি। মিরাজের শিকারে পরিণত হন ১৩ রান করে।
তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন রেগিস চাকাভা ও টেলর। চাকাভা ৩২ বলে ২৬ রান করে আউট হলে ভাঙে তাদের এই পার্টনারশিপ। টেলর বড় রানের দিকে ছুটছিলেন, তবে বিস্ময়করভাবে আউট হন তিনি। শরীফুলের শর্ট বলে আপার কাট করতে চেয়েছিলেন। ব্যর্থ হলেন, এরপর ব্যাট নামিয়ে আনতে গিয়ে তা লাগল স্টাম্পে। ৪৬ রানে সাজঘরের পথ ধরলেন তিনি।
এরপর মুজারাবানি দলের দায়িত্ব কাঁধে তুলে নেন। খেলেন ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৫৬ রানের ইনিংস। সঙ্গে ডিওন মেয়ার্সের ৩৪ ও সিকান্দার রাজার ৩০ রানের কল্যাণে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪০ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।
সিরিজ নিশ্চিত করার ম্যাচে সাবধানী শুরু করে বাংলাদেশ। দশম ওভার পর্যন্ত দেখেশুনে খেলে। তবে সেই ওভারে লুক জঙ্গের করা তৃতীয় বলে কাট করতে গেলে সিকান্দার রাজার কাছে ক্যাচ দেন তামিম ইকবাল। ৩৪ বলে ২০ রান করেন টাইগার অধিনায়ক।
তামিম ইকবালের পর দ্রুত ফিরে যান লিটন দাশ। রিচার্ড এনগাভারার বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ২১ রানে ব্র্যান্ড টেইলরকে ক্যাচ দেন। ৩৩ বলে ৪টি চারে নিজের ইনিংস সাজান তিনি। এরপর লুক জঙ্গের দ্বিতীয় শিকার হয়ে দ্রুত ফিরে যান মোহাম্মদ মিঠুন (২)। দলীয় ৫০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ রান করে চাকাভার হাতে ক্যাচ দিয়ে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। দ্বিতীয় ম্যাচেও ৫ রানে কাটা পড়লেন তিনি। উইকেটে পিছনে বল যাওয়ায় দৌড়ে ১২ রান নিতে চেয়েছিলেন মোসাদ্দেক। তবে লক্ষ্যে পোঁছানোর আগে সরাসরি থ্রোতে উইকেট ভেঙে দেন চাকাভা। রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় মোসাদ্দেককে।
এরপর ব্যক্তিগত ২৬ রানে ব্লেসিং মুজারবানির শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ৬ রানে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। আফিফ হোসেন ধ্রুব ফেরেন ব্যাক্তিগত ১৫ রানে। ব্যাট হাতে টপ ও মিডিলঅর্ডার ব্যাটসম্যানেরা সুবিধা না করতে পারলেও সাকিব আল হাসান (৯৬) ও সাইফুদ্দিন (২৮) রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে।
বিজনেস আওয়ার/১৮ জুলাই, ২০২১/এ