বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কিনে নিতে শুরু করেছে ইউনিলিভার। গ্ল্যাক্সোস্মিথক্লাইনের শেয়ার ক্রয়ের করণে রবিবার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইতে সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেড শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভি কিনি নিবে। কোম্পানিটির শেয়ার আজ ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় হয়েছে। এর মাধ্যমে শুধু গ্ল্যাক্সোস্মিথক্লাইনেরই ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা। যা ডিএসইতে ৯ বছর ৬ মাস ২২ দিন বা ২ হাজার ২৫৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার।
রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৪.২২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১.৪১ পয়েন্ট এবং সিডিএসইটি ১.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২১.৭৪ পয়েন্টে, ১৩৩১.৭৩ পয়েন্টে এবং ৭৮৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির বা ১৫.১২ শতাংশের, শেয়ার দর কমেছে ১২টির বা ৪.১২ শতাংশের এবং ২৩৫টির বা ৮০.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪.০১ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৯টির আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২০/এস