বিনোদন ডেস্ক : দেশে করোনা মহামারী শুরু হওয়ার আগে থেকেই খুলনাতেই আছেন। পুরনো কাজগুলোর মধ্যে কিছু বাকি নেই। হাতে আরো কিছু ছবির কাজ আছে, যার কাজ এখনই হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু আপাতত শুটিংয়ে যাব না, সেহেতু ঢাকা ফিরছি না। কথাগুলো বলছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি।
তিনি বলেন, ঢাকা হলো ঘনবসতিপূর্ণ একটি শহর। এই পরিস্থিতিতে শহরের কোথাও যাওয়ার পরিবেশ নেই। তাছাড়া ঈদের নাটক এবং টিভিসিতে কাজ করার কথা ছিল আমার। যেহেতু আপাতত শুটিংয়ে যাবো না তাই চিন্তা করেছি দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকা ফিরে আসব।
পপিদের বাড়িটি ১১ বিঘা জমির ওপর। সেখানে আম, কাঠাল, তাল, নারিকেল ও সুপারি গাছ আছে – বাগান আছে, আছে পুকুরও। পপিদের বাড়িটি খুলনা শহরের মধ্যখানে হলেও বাড়িটির চৌহদ্দিতে একটা গ্রামীণ বা প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এখানে তিনি প্রকৃতির কোলে থাকার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন।
বাড়ির বিশাল যায়গায় যত্রতত্র যখন খুশি ঘুরে বেড়াতে পারি। পুকুরে মাছ ধরতে পারেন।
উল্লেখ্য, পুরনো কাজগুলোর মধ্যে কিছু বাকি নেই। সর্বশেষ পপি সাদেক সিদ্দিকীর সাহসী যোদ্ধা ছবির কাজ শেষ করেছেন। তার হাতে আরো কিছু ছবির কাজ আছে, যার কাজ এখনই হওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন ছবির জন্য যারা পপিকে খোঁজেন তারা ফোনেই তাকে যোগাযোগ করছেন। এজন্য সামনাসামনি বসার প্রয়োজন হচ্ছে না।
বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২০/এ