স্পোর্টস ডেস্ক : তাবরাইজ শামসির স্পিন যাদুতে আয়ারল্যান্ডের বিপক্ষে অনায়াসেই জিতল দক্ষিণ আফ্রিকা। আইরিশদের ৩৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে প্রটিয়ারা লিড নিয়েছে ১-০ ব্যবধানে। সোমবার ডাবলিনে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তুলে দক্ষিণ আফ্রিকা। এরপর দুই স্পিনার শামসি ও জর্জ লিন্ডারের ম্যাজিকে ১৩২ রানে থামে আইরিশরা।
প্রোটিয়াদের ১৬৫ রানের সংগ্রহ এনে দেয়ার পথে অধিনায়ক টেম্বা বাভুমা ১৩ বলে ১৩, উইকেটরক্ষক কুইন্টন ডি কক ৯ বলে ২০, জানেমান মালান ৫ বলে ৪, এইডেন মারক্রাম ৩০ বলে ৩৯, রসি ফন ডার ডুসেন ১৮ বলে ২৫, ডেভিড মিলার ২১ বলে ২৮ ও কাগিসো রাবাদা ৯ বলে ১৯* রান করেন।
আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। তবে ৪ ওভারে ৩৯ রান খরচ করেন তিনি। অলরাউন্ডার সিমি সিং ৪ ওভারে ১৯ রানে নেন ২ উইকেট। বাঁহাতি পেসার জশ লিটনের শিকার ২৭ রানে ২ উইকেট।
রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান আইরিশ ওপেনার পল স্টারলিং। কিন্তু পরের বলে তাকে বোল্ড করে প্রতিশোধ নিয়ে নেন জর্জ লিন্ডে। মুখোমুখি প্রথম বলে কাগিসো রাবাদার হাতে ফিরতি ক্যাচ দেন আরেক ওপেনার কেভিন ও’ব্রায়েন।
অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি ১৬ বলে ২২ ও পাঁচে নামা হ্যারি ট্যাক্টর ৩৪ বলে ৩৬ রানের ইনিংস খেললেও তা তেমন কাজে লাগেনি। শামসির ঘূর্ণিতে মাত্র ৮৮ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ ৬.২ ওভারে আর উইকেট নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল মিলে শেষ উইকেটে গড়েন ৪৪ রানের জুটি। ম্যাকার্থির ২৫ বলে ৩০ ও লিটনের ১৮ বলে ১৫ রানের ইনিংস দুইটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। বল হাতে ৪ ওভারে ২৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তাবরাইজ শামসি।
বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২১/এ