ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ফারিণের ‘রূপসী রূপবান’

  • পোস্ট হয়েছে : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • 72

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘রহিম রূপবান’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্র তাসনিয়া ফারিণ। নাটকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে দেখা যাবে। রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন।

নাটকটির গল্প প্রসঙ্গে রাসেল আজম জানান, নাটকে জোভান অভিনয় করেছেন বাড়ির দারোয়ান রহিম চরিত্রে আর তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন একই বাড়ির কাজের মেয়ে রূপবান চরিত্রে। রহিম রূপবানকে মনে মনে ভালোবাসে। কিন্তু ঝামেলা হচ্ছে, রূপবান টিকটক করে, সেখানে তাঁর নাম রূপসী রূপবান। টিকটকে তাঁর প্রচুর ফ্যান-ফলোয়ার। বাড়িতে প্রায় দেখা করতে আসে তাঁর ভক্তরা, যেটা নিয়েই রহিমের যত আপত্তি। টিকটককে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়ে যাবে, যেটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।

নির্মাতা সুত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার আয়োজনে ‘রহিম রূপবান’ নাটকটি এনটিভির পর্দায় দেখা যাবে ঈদের পঞ্চম দিন (২৫ জুলাই) রাত ৭টা ৫৫ মিনিটে এবং ৬ আগস্ট বিকেল ৪টায় এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

নাটকটিতে জোভান-ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নিকুল কুমার মন্ডল, হানিফ পালোয়ান, শাহবাজ সানি, অপু সরকার প্রমুখ।

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদে ফারিণের ‘রূপসী রূপবান’

পোস্ট হয়েছে : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘রহিম রূপবান’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্র তাসনিয়া ফারিণ। নাটকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে দেখা যাবে। রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন।

নাটকটির গল্প প্রসঙ্গে রাসেল আজম জানান, নাটকে জোভান অভিনয় করেছেন বাড়ির দারোয়ান রহিম চরিত্রে আর তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন একই বাড়ির কাজের মেয়ে রূপবান চরিত্রে। রহিম রূপবানকে মনে মনে ভালোবাসে। কিন্তু ঝামেলা হচ্ছে, রূপবান টিকটক করে, সেখানে তাঁর নাম রূপসী রূপবান। টিকটকে তাঁর প্রচুর ফ্যান-ফলোয়ার। বাড়িতে প্রায় দেখা করতে আসে তাঁর ভক্তরা, যেটা নিয়েই রহিমের যত আপত্তি। টিকটককে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়ে যাবে, যেটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।

নির্মাতা সুত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার আয়োজনে ‘রহিম রূপবান’ নাটকটি এনটিভির পর্দায় দেখা যাবে ঈদের পঞ্চম দিন (২৫ জুলাই) রাত ৭টা ৫৫ মিনিটে এবং ৬ আগস্ট বিকেল ৪টায় এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

নাটকটিতে জোভান-ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নিকুল কুমার মন্ডল, হানিফ পালোয়ান, শাহবাজ সানি, অপু সরকার প্রমুখ।

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: