ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাশরাফির করোনা নেগেটিভের খবর ভিত্তিহীন

  • পোস্ট হয়েছে : ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • 117

স্পোর্টস ডেস্ক : গত ২০ জুন করোনা পজিটিভ হওয়ার পর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন টাইগার ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। কিন্তু রোববার (২৮ জুন) তার করোনা নেগেটিভ হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাশরাফির করোনা নেগেটিভের খবরটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। খবরের সত্যতা জানতে মাশরাফির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটাকে গুজব বলে জানান। পরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি গুজব বলে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।

ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।

মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাশরাফির করোনা নেগেটিভের খবর ভিত্তিহীন

পোস্ট হয়েছে : ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : গত ২০ জুন করোনা পজিটিভ হওয়ার পর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন টাইগার ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। কিন্তু রোববার (২৮ জুন) তার করোনা নেগেটিভ হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাশরাফির করোনা নেগেটিভের খবরটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। খবরের সত্যতা জানতে মাশরাফির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটাকে গুজব বলে জানান। পরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি গুজব বলে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।

ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।

মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: