বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গড় পাশের হার ৭২ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd অথবা www.nubd.info ) ফল পাওয়া যাবে। মঙ্গলবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষ ফল প্রকাশের তথ্য জানানো হয়।
যেকোনো মোবাইলের মাধ্যমে nu < space > H4 < space > Reg No (শেষের ৭ সংখ্যা) লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় মোট ৬৭৬টি কলেজের দুই লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। চার বছরের সমন্বিত ফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।
বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: