বিজনেস আওয়ার ডেস্ক :নানা কারণেই আমাদের ত্বক ক্ষতির সম্মুখীন হয়। যদিও প্রত্যেকেই ত্বকের যত্নে বেশ তৎপর। তবে শুধুমাত্র বাইরে থেকে যত্ন নিলেই হবে না, ভেতর থেকেও যত্ন নেয়া জরুরি। দেখা যায়, তৈলাক্ত ত্বক সাধারণত যে কোনো ত্বক-সম্পর্কিত সমস্যায় আগেভাগে জড়িয়ে পড়ে।
ব্ল্যাকহেডের সমস্যা বেশি পরিমাণে হয়ে থাকে তৈলাক্ত ত্বকের অধিকারীদের। এর থেকে রক্ষা পেতে অনেকেই নানা দামি বিউটি প্রোডাক্টও কেনেন। যা হিতে বিপরীত ফল প্রকাশ করে। সাধারণত নাক, গাল এবং থুতনিতে ব্ল্যাকহেডসের সমস্যা বেশি হয়।
সামান্য ঘরোয়া টোটকা ব্যবহার করেই এই সমস্যার হাত থেকে নিস্তার মিলবে। চলুন পাঠক জেনে নেয়া যাক ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া পদ্ধতি-
যা যা লাগবে
একটি পাকা কলা, দুই টেবিল চামচ ওটসের গুঁড়া ও ১ টেবিল চামচ মধু।
তৈরি ও ব্যবহার পদ্ধতি
একটি পাত্রে গুঁড়া ওটস নিন। ওর মধ্যে কলা এবং মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখের সব জায়গায় সমান ভাবে মেখে নিন। এবার গোলাকার ভাবে ৫ থেকে ৭ মিনিট হাল্কা হাতে ম্যাসাজ করুন। সবশেষে উষ্ণ গরম জল দিয়ে ধীরে ধীরে তুলে ফেলুন। এরপরে কোনো হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২০/এ