1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিম-মিঠুনের উন্নতি
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিম-মিঠুনের উন্নতি

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
print sharing button

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের। বোলার তালিকায়ও উন্নতি হয়েছে সাকিবের।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। ইনিংসটি তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছে। এবার র‍্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে বাঁহাতি ওপেনারের। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৩তম স্থানে।

অন্যদিকে পুরো সিরিজে ১৪৫ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যানদের তালিকায় ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮তম স্থানে। আবার বল হাতে পুরো সিরিজে ৮ উইকেট শিকার করেছেন তিনি। বল হাতে সাফল্যের ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি।

তবে ব্যাট হাতে তেমন আহামরি কিছু না করেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মিঠুনের। ব্যাটসম্যানদের তালিকায় উত্থান ঘটিয়ে তার অবস্থান এখন ৯১তম স্থানে।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ