বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৭ জুলাই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৪টির বা ৫২.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেন শেষে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৪০ টাকা বা ৭.৪০ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫.৫৯ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.৩১ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ, একটিভ ফাইনের ৪.৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৫৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৮৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৭৯ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর ৩.৩৩ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২১/এস