1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিনিয়োগের আদর্শ ব্যবস্থা বাংলাদেশের শেয়ারবাজারে - হাসান ইমাম
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিনিয়োগের আদর্শ ব্যবস্থা বাংলাদেশের শেয়ারবাজারে – হাসান ইমাম

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ রেস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিউচুয়াল ফান্ড পরিচালনাকারীদের সংগঠন এএএমসিএমএফ এর সভাপতি ড. হাসান ইমাম বলেন, আমেরিকার বেশ কিছু বিনিয়োগকারী বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে বাংলাদেশে সাসটেইনেবল বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সুযোগ সুবিধার কারনে তারা এ আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে বেসরকারী কোম্পানিসহ বিনিয়োগের জন্য সকল আদর্শ ব্যবস্থা বাংলাদেশের শেয়ারবাজারে বিরাজমান। এজন্য আমেরিকান বাংলাদেশীরা (এনআরবি) দেশের শেয়ারবাজারে আস্থা পাচ্ছেন।

আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

সপ্তাহব্যাপী এই রোড শো’র প্রথম পর্ব সোমবার (২৬ জুলাই) আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল বার্কলের বলরুমে শুরু হয়।

নিউইয়র্কের রোড শো’তে ‘দি রাইজ অব বাংলাদেশ টাইগার: পটেনশিয়ালস ইন ট্রেড অ‌্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কি-নোট উপস্থাপন করেন শান্তা অ্যাসেটের ভাইস চেয়ারম্যান আরিফ খান। উদ্বোধনী অনুষ্ঠানে সকালের সেশনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. মিজানুর রহমান, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

সকালে ‘রোড শো’তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা।

রোড শো’র দ্বিতীয় অনুষ্ঠান আগামি ২৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। তৃতীয়টি হবে ৩০ জুলাই লস এঞ্জেলেসে। চতুর্থ রোড শো হবে সিলিকন ভ্যালি সান ফ্রান্সিসকোতে, ২ আগস্ট।

বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ