বিনোদন ডেস্ক : প্রকাশ পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নয়ন বাবু অভিনীত নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নাটকটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। নাটকটি বৃহস্পতিবার (২৯ জুলাই) সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ( ) প্রকাশ পেয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে- সমাজের অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে আইডেনটিটি ক্রাইসিসে ভুগেন। সমাজে এখনো এমন অনেক পেশা আছে যা সামাজিকভাবে স্বীকৃত না। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নয়ন বাবু, আয়শা মুক্তি, মুকিত জাকারিয়া, ওয়ালিউল হক রুমিসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা নয়ন বাবু বলেন, সৃষ্টি মাল্টিমিডিয়া বরাবরই দর্শকদের ভালো কনটেন্ট উপহার দেয়। সেই ধারাবাহিকতায় ‘লোকাল রকস্টার’ শিরোনামের নাটকটি প্রকাশ পেয়েছে। নাটকটিতে ভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করেছি। সবাইকে নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২১/এ