1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
গরুর মাংসের সুস্বাদু ভর্তা
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

গরুর মাংসের সুস্বাদু ভর্তা

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদের পর মুখের স্বাদ বদলাতে পাতে রাখতে পারেন ভর্তা। তবে এই ভর্তার স্বাদ হবে একটু ভিন্ন। কারণ এর প্রধান উপকরণ হচ্ছে গরুর মাংস। শুনতে অদ্ভুত লাগলেও গরুর মাংসের ভর্তা খেতে দারুণ সুস্বাদু। খুব সহজেই তৈরি করতে পারেন সুস্বাদু এই ভর্তাটি। জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ- ১:
গরুর মাংস চর্বিসহ ৫ কেজি (২৫০ গ্রাম ওজনের বড় বড় খণ্ড করা), পেঁয়াজ কাটা আধা কেজি, আদা বাটা সিকি কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ৪টি, গরমমশলা বাটা ২ চা চামচ, এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল, লবণ ২ টেবিল চামচ, তেল আড়াই কাপ।

উপকরণ- ২:
কাঁচা মরিচ ৬টি, পেঁয়াজ ২টি, পুদিনা পাতা কুচি, টমেটো কুচি আধা কাপ, তেল আধা কাপ, মাংস ৫০০ গ্রাম।

প্রণালী:
প্রথমে গরুর মাংসে ও চর্বিতে উপকরণ-১-এর সব মশলা মাখিয়ে জ্বাল দিয়ে নিন। ভালোমতো জ্বাল দিয়ে মাংস থেকে পানি বের করে নিন। মাংস জ্বাল দিলে পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসবে। এই সময়ে কিছু মাংস ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে আর কিছু আস্ত থাকবে।

এবার এই মাংস থেকে ৫০০ গ্রামের মতো নিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে নিতে হবে। এবার উপকরণ-২ এর সব উপাদান মেখে ৫ থেকে ৭ মিনিটের মতো চুলায় ভেজে নিন। ব্যাস হয়ে গেলো মজাদার স্বাদের গরুর মাংসের ভর্তা। এবার গরম গরম পরিবেশন করুন প্রিয়জনদের পাতে।

বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ