বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে প্রায় চার ঘণ্টা অভিযানের পর তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানের পর তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ।
কর্নেল কে এম আজাদনি বলেন, “হেলেনা জাহাঙ্গীরের বাসায় মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে।”
পরে গভীর রাতে মিরপুরে হেলেনার জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা আইপি টিভি ভবনেও অভিযান চলানো হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন জানান।
সম্প্রতি আলোচনায় উঠে আসা হেলেনা জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে রাত ৮টার দিকে অভিযান শুরু করে র্যাব। এরপর রাত সোয়া ১২টার দিকে পাঁচ তলা ওই বাড়িতে নিজের ফ্ল্যাট থেকে র্যাবের সদস্যদের সঙ্গে বেরিয়ে আসেন হেলেনা জাহাঙ্গীর।
বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২১/কমা