ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উত্থান সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৭৮০ কোটি টাকা

  • পোস্ট হয়েছে : ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : সাপ্তাহিকভাবে আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহও উত্থান হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে শেয়ারবাজারের একটি বাদে সব সূচক বেড়েছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। লেনদেন বাড়লেও সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৭৮০ কোটি টাকা হারিয়েছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৭৮০ কোটি ৪৩ লাখ টাকা বাজার মূলধন হারিয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪২২ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা বা ৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৭.৯০ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫.২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪১.৬৮ পয়েন্ট বা ৩.০৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫২.৯৭ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৪০১.০৫ পয়েন্ট এবং ২ হাজার ৩২৭.৮৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯টির বা ৫২.৭৯ শতাংশের, কমেছে ১৬৭টির বা ৪৪.৩০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ২০৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৭২৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪৩ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৭৭ টাকা বা ১২৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৬৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৫.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪২.৫৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫.৮৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং সিএসআই ১৮.২৮ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৯০.২৫ পয়েন্ট, ১ হাজার ৩৫০.৮৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ১৭৭.৭০ পয়েন্টে। অপর সূচক সিএসই-৩০ সূচক ৯৬.৪৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭.১১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৪৩.০৬ শতাংশের দর বেড়েছে, ১৬৬টির বা ৪৮.৯৭ শতাংশের কমেছে এবং ২৭টির বা ৭.৯৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উত্থান সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৭৮০ কোটি টাকা

পোস্ট হয়েছে : ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : সাপ্তাহিকভাবে আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহও উত্থান হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে শেয়ারবাজারের একটি বাদে সব সূচক বেড়েছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। লেনদেন বাড়লেও সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৭৮০ কোটি টাকা হারিয়েছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৭৮০ কোটি ৪৩ লাখ টাকা বাজার মূলধন হারিয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪২২ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা বা ৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৭.৯০ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫.২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪১.৬৮ পয়েন্ট বা ৩.০৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫২.৯৭ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৪০১.০৫ পয়েন্ট এবং ২ হাজার ৩২৭.৮৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯টির বা ৫২.৭৯ শতাংশের, কমেছে ১৬৭টির বা ৪৪.৩০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ২০৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৭২৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪৩ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৭৭ টাকা বা ১২৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৬৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৫.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪২.৫৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫.৮৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং সিএসআই ১৮.২৮ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৯০.২৫ পয়েন্ট, ১ হাজার ৩৫০.৮৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ১৭৭.৭০ পয়েন্টে। অপর সূচক সিএসই-৩০ সূচক ৯৬.৪৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭.১১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৪৩.০৬ শতাংশের দর বেড়েছে, ১৬৬টির বা ৪৮.৯৭ শতাংশের কমেছে এবং ২৭টির বা ৭.৯৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: