ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সিরিজে ক্যামেরা ক্রুও মাঠে থাকতে পারবে না

  • পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • 2

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেল অস্ট্রেলিয়া। অসিদের করোনা প্রটোকল পূরণ করতে শুধু বিমানবন্দর, টিম হোটেল আর ভেন্যু শেরে বাংলায়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে না। যা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তার বাইরেও আছে এবং থাকবে অনেক সতর্কতা।

অনুশীলনে তো বটেই ম্যাচের সময়ও বাংলাদেশের ক্রিকেটার, দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারির বাইরে আর কারও উপস্থিতি চাচ্ছে না সিএ। আর তা মেনে আগামী ৩ জুলাই থেকে ৯ তারিখ পর্যন্ত হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছে কিছু নতুনত্ব ও অভিনবত্ব।

খেলার দিন প্রথমবারের মত মাঠের ভেতরে কোন ক্যামেরা ক্রু’ও থাকতে পারবেন না। বাংলাদেশের ফটো জার্নালিস্টরা শেরে বাংলার পশ্চিম-উত্তর দিকে গ্যালারিতে বসে কভার করবেন। কিন্তু নতুনত্ব আর অভিনবত্ব হলো এই যে, এই সিরিজে শেরে বাংলার আউটফিল্ডে কোন টিভি ক্যামেরা স্থাপন করা যাবে না।

মাঠের ভেতর স্টাম্প ভিশন (উইকেটের নিচে মাটি খুঁড়ে স্থাপিত) ছাড়া আর একটি ম্যানুয়াল ক্যামেরাও স্থাপন করা যাবে না। অর্থাৎ ক্রু চালিত কোনো ক্যামেরা মাঠের ভেতর থাকবে না। সব ক্যামেরা স্টেডিয়ামের চারিদিকে গ্র্যান্ড স্ট্যান্ড ও বিভিন্ন গ্যালারিতে বসানো হবে।

ক্যামেরা ক্রুরা গ্যালারিতে বসেই তা অপারেট করবেন। মানে মাঠের ভিতরে কোন ক্যামেরা ক্রু থাকতে পারবেন না। দুই সাইট স্কিনের পাশে মাঠের ভেতর যে ক্যামেরা থাকে, সে দুটিও মাঠের বাইরে গ্যালারিতে স্থাপন করা হবে।

টস এবং খেলা চলাকালীন কোন ব্যাটসম্যানের মাঠে ঢোকা ও আউটের পর বের হওয়া এবং ইনিংস ও ম্যাচ শেষে সাজঘরে ফেরার সময় যে ক্যামেরা ক্রু মাঠে ঢুকে ক্লোজ শট নিয়ে থাকেন, সেই ক্যামেরা ক্রু’দেরও মাঠে ঢোকা নিষেধ। গ্যালারি থেকে জুম করে ঐ দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করতে হবে তাদের।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, খালি চোখে এক-আধটু অতিরঞ্জিত মনে হলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাই স্বাভাবিক। এখন যে পরিস্থিতি, তাতে স্ট্যান্ডার্ড বায়ো বাবল প্রটোকল আছে। বর্তমান পরিস্থিতিতে এটাই নিউ নরমাল এবং এভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে।

উল্লেখ্য, আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্ট্রেলিয়া সিরিজে ক্যামেরা ক্রুও মাঠে থাকতে পারবে না

পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেল অস্ট্রেলিয়া। অসিদের করোনা প্রটোকল পূরণ করতে শুধু বিমানবন্দর, টিম হোটেল আর ভেন্যু শেরে বাংলায়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে না। যা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তার বাইরেও আছে এবং থাকবে অনেক সতর্কতা।

অনুশীলনে তো বটেই ম্যাচের সময়ও বাংলাদেশের ক্রিকেটার, দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারির বাইরে আর কারও উপস্থিতি চাচ্ছে না সিএ। আর তা মেনে আগামী ৩ জুলাই থেকে ৯ তারিখ পর্যন্ত হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছে কিছু নতুনত্ব ও অভিনবত্ব।

খেলার দিন প্রথমবারের মত মাঠের ভেতরে কোন ক্যামেরা ক্রু’ও থাকতে পারবেন না। বাংলাদেশের ফটো জার্নালিস্টরা শেরে বাংলার পশ্চিম-উত্তর দিকে গ্যালারিতে বসে কভার করবেন। কিন্তু নতুনত্ব আর অভিনবত্ব হলো এই যে, এই সিরিজে শেরে বাংলার আউটফিল্ডে কোন টিভি ক্যামেরা স্থাপন করা যাবে না।

মাঠের ভেতর স্টাম্প ভিশন (উইকেটের নিচে মাটি খুঁড়ে স্থাপিত) ছাড়া আর একটি ম্যানুয়াল ক্যামেরাও স্থাপন করা যাবে না। অর্থাৎ ক্রু চালিত কোনো ক্যামেরা মাঠের ভেতর থাকবে না। সব ক্যামেরা স্টেডিয়ামের চারিদিকে গ্র্যান্ড স্ট্যান্ড ও বিভিন্ন গ্যালারিতে বসানো হবে।

ক্যামেরা ক্রুরা গ্যালারিতে বসেই তা অপারেট করবেন। মানে মাঠের ভিতরে কোন ক্যামেরা ক্রু থাকতে পারবেন না। দুই সাইট স্কিনের পাশে মাঠের ভেতর যে ক্যামেরা থাকে, সে দুটিও মাঠের বাইরে গ্যালারিতে স্থাপন করা হবে।

টস এবং খেলা চলাকালীন কোন ব্যাটসম্যানের মাঠে ঢোকা ও আউটের পর বের হওয়া এবং ইনিংস ও ম্যাচ শেষে সাজঘরে ফেরার সময় যে ক্যামেরা ক্রু মাঠে ঢুকে ক্লোজ শট নিয়ে থাকেন, সেই ক্যামেরা ক্রু’দেরও মাঠে ঢোকা নিষেধ। গ্যালারি থেকে জুম করে ঐ দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করতে হবে তাদের।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, খালি চোখে এক-আধটু অতিরঞ্জিত মনে হলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাই স্বাভাবিক। এখন যে পরিস্থিতি, তাতে স্ট্যান্ডার্ড বায়ো বাবল প্রটোকল আছে। বর্তমান পরিস্থিতিতে এটাই নিউ নরমাল এবং এভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে।

উল্লেখ্য, আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: