স্পোর্টস ডেস্ক : আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচকে সামনে রেখে নেটে নিজের ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন মায়াঙ্ক। কিন্তু মোহাম্মদ সিরাজের করা একটি বাউন্সারেই শেষ হয়ে গেল তার প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা।
সিরাজের করা খাটো লেন্থের ডেলিভারিতে ডাক করেছিলেন মায়াঙ্ক। কিন্তু বলের ওপর থেকে চোখ সরিয়ে নেয়ার ভুলটি করে বসেন। ফলে সেই বাউন্সার গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে নেট থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি।
ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের একাদশে নিশ্চিত ছিল মায়াঙ্ক। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় ওপেনার নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে। লোকেশ রাহুলকে প্রাথমিকভাবে মিডল অর্ডারের জন্য বিবেচনা করা হলেও, এখন হয়তো রোহিত শর্মার সঙ্গে তাকেই দেখা যাবে ইনিংস সূচনা করতে।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: