স্পোর্টস ডেস্ক : দীর্ঘ চার বছর পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি টাইগারদের খাবলে কুপোকাত হয়েছে অসিরা। মঙ্গলবার মিরপুরে অসিদের রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল টাইগাররা।
মঙ্গলবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১০৮ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
অস্ট্রেলিয়ার লক্ষ্য মাত্র ১৩২ রানের। সফরকারি দলকে চাপে ফেলতে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই সাফল্য এনে দেন মাহেদি হাসান, বোল্ড করেন অ্যালেক্স কারেকে (০)। পরের ওভারে নাসুম আহমেদের ঘূর্ণি ডেলিভারি ধরাশায়ী হন জশ ফিলিপ।
তৃতীয় ওভারে আরও এক উইকেট। এবার সাকিব আল হাসান নিজের প্রথম বলেই বোল্ড করেন ময়েসেজ হেনড্রিকসকে (১)। বাঁহাতি এই স্পিনারের বল সুইপ করতে গিয়ে নিজেই টেনে নিয়ে উইকেট হারান হেনড্রিকস। ১১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
বিপদ বুঝে খেলার ধরন পাল্টে ফেলেন ম্যাথু ওয়েড আর মিচেল মার্শ। ঝুঁকিপূর্ণ শট না খেলে একটু একটু করে এগিয়ে যেতে থাকেন তারা, রানরেটের কথা না ভেবে। শেষ পর্যন্ত তাদের ৪৫ বলে ৩৮ রানের জুটিটি ভেঙেছেন নাসুম। ম্যাথু ওয়েডকে (২৩ বলে ১৩) শর্ট ফাইন লেগে মোস্তাফিজের সহজ ক্যাচে ফেরান।
এরপর নাসুমের আরও এক উইকেট। বল পিছিয়ে খেলতে গিয়ে নিজের পায়েই স্ট্যাম্প মারিয়ে দেন অ্যাগার। হিট উইকেট হন ৭ করে। দলের ব্যাটসম্যানদের এই আসা যাওয়ার মিছিলে একটা প্রান্ত ধরে ছিলেন মিচেল মার্শ। শেষ পর্যন্ত স্লগ সুইপ করতে গিয়ে শরিফুলের দারুণ এক ক্যাচ হন মার্শ (৪৫ বলে ৪৫)।
১৯তম ওভারে টাই আর অ্যাডাম জাম্পাকে জোড়া শূন্যতে ফেরান শরিফুল। তার আগের ওভারে মোস্তাফিজ ফেরান অ্যাশটন টার্নারকে (৮)। শেষ ওভারে স্টার্ককে বোল্ড করেছেন কাটার মাস্টার ফিজ, তাতেই এক বল বাকি থাকতে ১০৮ রানে অলআউট অস্ট্রেলিয়া।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২১/এ