স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির দুই সমীহজাগানিয়া দল পাকিস্তান আর উইন্ডিজ। ক্যারিবিয়ার বুকে কোথায় চার ছক্কার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু তা ছাপিয়ে আকাশ থেকে অঝোরে নামছে বৃষ্টি, এ দৃশ্যটাই হয়ে দাঁড়াল সিরিজের নিয়মিত দৃশ্য।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। বৃষ্টির বাগড়ায় সিরিজের তৃতীয় ম্যাচটাও গেছে ভেসে। সে পরিস্থিতিটা বদলাল না সিরিজের চতুর্থ ম্যাচেও। সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে তিন ওভারে উইন্ডিজ তুলেছিল ৩০, এরপর থেকেই বৃষ্টির দৌরাত্ম্যে বল গড়াল না একটিও।
সিরিজের দ্বিতীয় ম্যাচের শ্বাসরুদ্ধকর জয়টাই সিরিজ জিতিয়ে দিয়েছে পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির আসেনি। সেই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানের করা ১৫৭ রান তপকাতে গিয়ে জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৫০ রানে। ৭ রানের জয়েই সিরিজের শিরোপা উঠেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে।
বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২১/এ