ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গরুর মাংসের কোরমা

  • পোস্ট হয়েছে : ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • 54

বিজনেস আওয়ার ডেস্ক : গরুর মাংসের ভুনা তো খাওয়া হয়ই। কখনও কি গরুর মাংসের কোরমা খেয়েছেন? কোরমা মানেই তো বাড়তি স্বাদ। তৈরি করতে পারেন গরুর মাংসের কোরমা। অতিথি আপ্যায়নে এই পদ রাখতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের কোরমা তৈরির রেসিপি-

যা যা লাগবে
১ কেজি গরুর মাংস, ১ কাপ টক দই, আধা কাপ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল-চামচ আদা বাটা, ১ টেবিল-চামচ জিরা বাটা, ৩-৪টি ফালি করা কাঁচা মরিচ, ১ চা চামচ গরম মসলা গুঁড়া, ৫টি এলাচ, ৩ টুকরা দারুচিনি, ২টি তেজপাতা, ৪-৫টি গোল মরিচ, ৩টি লবঙ্গ, তেল পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, মিহি পেঁয়াজকুচি আধা কাপ, ৩ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ চিনি ও ৩-৪টি আস্ত কাঁচা মরিচ।

যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরা বাটা, সব গরম মসলা, লবণ, কাঁচামরিচ ফালি এবং ১ কাপের ৪ ভাগের ১ ভাগ তেল দিয়ে রেখে দিন অন্তত দুই ঘণ্টা। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে তাতে মাংস ভালোভাবে কষিয়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।

অন্য একটি হাঁড়িতে আধা কাপ তেল গরম করে, পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। বেরেস্তা তুলে সেই তেলে কষানো মাংসগুলো দিয়ে দিন। এরপর ভাজতে থাকুন। ঝোলের জন্য অল্প পানি দিন। ফুটে উঠলে পেঁয়াজ বেরেস্তা, চিনি, ঘি ও আস্ত ৩-৪টি কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে রাখুন। ঝোল তেলের উপর উঠলে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেলো মজাদার স্বাদের গরুর মাংসের কোরমা।

বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গরুর মাংসের কোরমা

পোস্ট হয়েছে : ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক : গরুর মাংসের ভুনা তো খাওয়া হয়ই। কখনও কি গরুর মাংসের কোরমা খেয়েছেন? কোরমা মানেই তো বাড়তি স্বাদ। তৈরি করতে পারেন গরুর মাংসের কোরমা। অতিথি আপ্যায়নে এই পদ রাখতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের কোরমা তৈরির রেসিপি-

যা যা লাগবে
১ কেজি গরুর মাংস, ১ কাপ টক দই, আধা কাপ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল-চামচ আদা বাটা, ১ টেবিল-চামচ জিরা বাটা, ৩-৪টি ফালি করা কাঁচা মরিচ, ১ চা চামচ গরম মসলা গুঁড়া, ৫টি এলাচ, ৩ টুকরা দারুচিনি, ২টি তেজপাতা, ৪-৫টি গোল মরিচ, ৩টি লবঙ্গ, তেল পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, মিহি পেঁয়াজকুচি আধা কাপ, ৩ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ চিনি ও ৩-৪টি আস্ত কাঁচা মরিচ।

যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরা বাটা, সব গরম মসলা, লবণ, কাঁচামরিচ ফালি এবং ১ কাপের ৪ ভাগের ১ ভাগ তেল দিয়ে রেখে দিন অন্তত দুই ঘণ্টা। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে তাতে মাংস ভালোভাবে কষিয়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।

অন্য একটি হাঁড়িতে আধা কাপ তেল গরম করে, পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। বেরেস্তা তুলে সেই তেলে কষানো মাংসগুলো দিয়ে দিন। এরপর ভাজতে থাকুন। ঝোলের জন্য অল্প পানি দিন। ফুটে উঠলে পেঁয়াজ বেরেস্তা, চিনি, ঘি ও আস্ত ৩-৪টি কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে রাখুন। ঝোল তেলের উপর উঠলে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেলো মজাদার স্বাদের গরুর মাংসের কোরমা।

বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: