ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালেও বরাদ্দের অর্থ ব্যয়ে ব্যর্থ স্বাস্থ্যসেবা বিভাগ

  • পোস্ট হয়েছে : ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাকালেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের অর্থ ব্যয়ে ব্যর্থ হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তারা মোট বরাদ্দের ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে। বুধবার (৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরে (জুন-জুলাই) সংশোধিত এডিপি বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দুর্বল চিত্র পাওয়া যায়। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের ৫৩টি প্রকল্পের আওতায় ১১ হাজার ৯৭৯ কোটি টাকা বরাদ্দ ছিল। যার মাত্র ৬ হাজার ৯৩৭ কোটি খরচ করতে পেরেছে বিভাগটি।

বরাদ্দের মাত্র ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে তারা। চলমান করোনা মহামারির মধ্যেও ৫ হাজার ৪২ কোটি টাকা খরচ করতে পারেনি স্বাস্থ্যসেবা বিভাগ।

গত অর্থবছর স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১৫টি প্রকল্পের আওতায় ১ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে খরচ হয়েছে ১ হাজার ৫৭৫ কোটি টাকা। এই খরচ মোট বরাদ্দের ৮৩ দশমিক ৫৫ শতাংশ। বিভাগটি ব্যয় করতে পারেনি ৩১০ কোটি টাকা।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে এক লাখ ৭২ হাজার ৫২ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। এডিপিভুক্ত ১ হাজার ৯৪৬টি প্রকল্পের অনুকূলে এ অর্থ ব্যয় হয়। গত অর্থবছর মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৯ হাজার ৭১ কোটি টাকা। তার মধ্যে ৮২ দশমিক ২১ শতাংশ অর্থ ব্যয় হয়েছে।

বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনাকালেও বরাদ্দের অর্থ ব্যয়ে ব্যর্থ স্বাস্থ্যসেবা বিভাগ

পোস্ট হয়েছে : ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাকালেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের অর্থ ব্যয়ে ব্যর্থ হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তারা মোট বরাদ্দের ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে। বুধবার (৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরে (জুন-জুলাই) সংশোধিত এডিপি বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দুর্বল চিত্র পাওয়া যায়। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের ৫৩টি প্রকল্পের আওতায় ১১ হাজার ৯৭৯ কোটি টাকা বরাদ্দ ছিল। যার মাত্র ৬ হাজার ৯৩৭ কোটি খরচ করতে পেরেছে বিভাগটি।

বরাদ্দের মাত্র ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে তারা। চলমান করোনা মহামারির মধ্যেও ৫ হাজার ৪২ কোটি টাকা খরচ করতে পারেনি স্বাস্থ্যসেবা বিভাগ।

গত অর্থবছর স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১৫টি প্রকল্পের আওতায় ১ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে খরচ হয়েছে ১ হাজার ৫৭৫ কোটি টাকা। এই খরচ মোট বরাদ্দের ৮৩ দশমিক ৫৫ শতাংশ। বিভাগটি ব্যয় করতে পারেনি ৩১০ কোটি টাকা।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে এক লাখ ৭২ হাজার ৫২ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। এডিপিভুক্ত ১ হাজার ৯৪৬টি প্রকল্পের অনুকূলে এ অর্থ ব্যয় হয়। গত অর্থবছর মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৯ হাজার ৭১ কোটি টাকা। তার মধ্যে ৮২ দশমিক ২১ শতাংশ অর্থ ব্যয় হয়েছে।

বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: