ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ জয়ের হাতছানি টাইগারদের

  • পোস্ট হয়েছে : ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির টানা দুইটিতে জয় পেয়েছে টাইগাররা। এবার তার সিরিজ জয়ের হাতছানিটা হাতছাড়া করতে চাইছে না।

বুধবার (৪ আগস্ট) রাতে এই লক্ষ্যের কথা জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের নায়ক আফিফ হোসেন ধ্রুব, ‘অবশ্যই আমাদের প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা থাকবে সামনের ম্যাচটা যেন ভালো খেলে জিততে পারি। জিততে পারলে সিরিজটি তো আমাদের পক্ষেই আসবে। চেষ্টা করব সামনের ম্যাচ জেতার।’

অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। আফিফ ৩১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন। ৫ চার ও ১টি ছয়ে আফিফের সাহসী ইনিংসেই বাংলাদেশ শেষ হাসি হাসে। এবার লক্ষ্য সিরিজ জয়।

একদিন বিরতি দিয়ে সিরিজের তৃতীয় ম্যাচ হবে শুক্রবার (৬ আগস্ট)। জয়ের বৃত্তে থাকায় দলের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে বলে আফিফের বিশ্বাস, ‘শেষ কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলছি। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজেও আমরা ভালো খেলেছি। তার আগে যে সিরিজ হয়েছে, সেটাতেও ভালো করেছি। ওই সিরিজগুলোর আত্মবিশ্বাস আমাদের সহায়তা করছে। এছাড়া সিনিয়ররাও আমাদের সহায়তা করছেন। খুব সুন্দর একটি দলীয় পরিবেশ তৈরি হয়েছে।’

বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিরিজ জয়ের হাতছানি টাইগারদের

পোস্ট হয়েছে : ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির টানা দুইটিতে জয় পেয়েছে টাইগাররা। এবার তার সিরিজ জয়ের হাতছানিটা হাতছাড়া করতে চাইছে না।

বুধবার (৪ আগস্ট) রাতে এই লক্ষ্যের কথা জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের নায়ক আফিফ হোসেন ধ্রুব, ‘অবশ্যই আমাদের প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা থাকবে সামনের ম্যাচটা যেন ভালো খেলে জিততে পারি। জিততে পারলে সিরিজটি তো আমাদের পক্ষেই আসবে। চেষ্টা করব সামনের ম্যাচ জেতার।’

অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। আফিফ ৩১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন। ৫ চার ও ১টি ছয়ে আফিফের সাহসী ইনিংসেই বাংলাদেশ শেষ হাসি হাসে। এবার লক্ষ্য সিরিজ জয়।

একদিন বিরতি দিয়ে সিরিজের তৃতীয় ম্যাচ হবে শুক্রবার (৬ আগস্ট)। জয়ের বৃত্তে থাকায় দলের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে বলে আফিফের বিশ্বাস, ‘শেষ কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলছি। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজেও আমরা ভালো খেলেছি। তার আগে যে সিরিজ হয়েছে, সেটাতেও ভালো করেছি। ওই সিরিজগুলোর আত্মবিশ্বাস আমাদের সহায়তা করছে। এছাড়া সিনিয়ররাও আমাদের সহায়তা করছেন। খুব সুন্দর একটি দলীয় পরিবেশ তৈরি হয়েছে।’

বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: