বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২ জুলাই থেকে মূল মার্কেটে লেনদেনে শুরু করবে কোম্পানিটি। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড : “SONALIPAPR” এবং কোম্পানি কোড : ১৯৫০৩।
মূল মার্কেটে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন কাতে হবে। শর্তগুলোর মধ্যে কোম্পানিটির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস হবে ওটিসি মার্কেটের শেষ ক্লোজিং প্রাইস। অর্থাৎ ৩০ জানুয়ারি ওটিসি মার্কেটে কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ২৭৩ টাকা। সেজন্য ২৭৩ টাকাই কোম্পানির ফ্লোর প্রাইস হিসাবে নির্ধারণ করা হবে। কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) ডিএসইতে লেনদেনের প্রথম কার্যদিবস থেকেই কার্যকর হবে। ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে লেনদেন শুরু হবে ‘জেড’ ক্যাটাগরিতে এবং পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত ‘জেড’ ক্যাটাগরিতেই কোম্পানিটির লেনদেন হবে।
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২০/এস