ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের চোখ এবার ইংল্যান্ডের দিকে

  • পোস্ট হয়েছে : ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • 34

স্পোর্টস ডেস্ক : আইসিসির টেস্টে খেলুড়ে প্রায় সব দলের সঙ্গেই দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কোনও রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার অর্জনের খাতায় যোগ হয়েছে অজিদের নাম। বাকি রইল কেবল ইংল্যান্ড।

গতকাল শুক্রবার হোম গ্রাউন্ড মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ হারিয়ে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। বাংলাদেশের চোখ এবার ইংল্যান্ডের দিকে।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু এই সিরিজ প্রায় দেড় বছর পিছিয়ে ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে তারা। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে অন্তত সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

ইংল্যান্ডকে হারালেই প্রাপ্তির পূর্ণতা মিটবে বলে মনে করে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দুটো দেশ বাকি যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি।

পাপন আরও জানান, দুর্ভাগ্যক্রমে ইংল্যান্ড এর মধ্যে আসছে না। আসলে অবশ্যই আমরা চাইতাম যে অক্টোবরে যেহেতু আমাদের নির্বাচন তাই এই টার্মটা শেষ হওয়ার আগে এরকম একটা অর্জন থাকে কিনা। এই একটা বাকি রইলো। ছেলেরা এভাবে খেললে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে পারব আমরা।

বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশের চোখ এবার ইংল্যান্ডের দিকে

পোস্ট হয়েছে : ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক : আইসিসির টেস্টে খেলুড়ে প্রায় সব দলের সঙ্গেই দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কোনও রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার অর্জনের খাতায় যোগ হয়েছে অজিদের নাম। বাকি রইল কেবল ইংল্যান্ড।

গতকাল শুক্রবার হোম গ্রাউন্ড মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ হারিয়ে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। বাংলাদেশের চোখ এবার ইংল্যান্ডের দিকে।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু এই সিরিজ প্রায় দেড় বছর পিছিয়ে ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে তারা। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে অন্তত সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

ইংল্যান্ডকে হারালেই প্রাপ্তির পূর্ণতা মিটবে বলে মনে করে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দুটো দেশ বাকি যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি।

পাপন আরও জানান, দুর্ভাগ্যক্রমে ইংল্যান্ড এর মধ্যে আসছে না। আসলে অবশ্যই আমরা চাইতাম যে অক্টোবরে যেহেতু আমাদের নির্বাচন তাই এই টার্মটা শেষ হওয়ার আগে এরকম একটা অর্জন থাকে কিনা। এই একটা বাকি রইলো। ছেলেরা এভাবে খেললে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে পারব আমরা।

বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: