স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে দুর্দান্ত এক জয় পেল লেস্টার সিটি। শনিবার রাতে ইংলিশ কমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে লেস্টার। যার সুবাদে দীর্ঘ ৫০ বছর পর এ কমিউনিটি শিল্ডের চ্যাম্পিয়ন হলো তারা।
ইংল্যান্ডের আগের মৌসুমের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যে হয় কমিউনিটি শিল্ডের এক ম্যাচের লড়াই। চলতি বছর সেই লড়াইয়ের নিষ্পত্তি ঘটেছে পেনাল্টি থেকে পাওয়া গোলের মাধ্যমে।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পূরণ হওয়ার ঠিক আগমুহূর্তে পেনাল্টি পায় লেস্টার। ম্যাচের ৮৯তম মিনিটে কেলানচি ইহেনাচোকে ডি-বক্সে ফাউল করে বসেন ডিফেন্ডার নাথান আকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জোরালো স্পট কিকে জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: